ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝুঁকিতে নেই। মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে, তেমন কিছু ঘটেনি এখানে। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। তারা (যুক্তরাষ্ট্রের নাগরিকরা) হুমকির মুখে নেই।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম : সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি মার্কিন সরকারের পুরনো অভ্যাস। এখানে এমন কিছু ঘটেনি-যে কারণে মনে করতে হবে আমাদের নাগরিকরা নিরাপদ নয়। আমরা জানি না কী কারণে তারা (যুক্তরাষ্ট্র) অ্যালার্ট দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, তাদের কিছু জানা থাকলে বা তথ্য থাকলে আমাদের দিক। আমরা ব্যবস্থা নেব।’

বিএনপির চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন, তখন বিষয়টি চিন্তা-ভাবনা করে জানানো হবে।’

৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবেন জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগামী ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবেন। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত। তারা ভালোর পথে আসবেন বলে আবেদন করেছেন। তার ভিত্তিতেই আত্মসমর্পণের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আন্তর্জাতিক কোর্সের উদ্বোধনতে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।

দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও ভুটানের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তিন দেশের ৬ জন ও বাংলাদেশের ১৪ জনসহ মোট ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নিচ্ছেন।

জেইউ/এসআর/পিআর

আরও পড়ুন