ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবার সামনেই ড্রিল মেশিনে ছেলের পা ফুটো করল সন্ত্রাসীরা!

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে চান্দগাঁও থানার শমশের পাড়া রেলগেট এলাকায় নির্মম এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানা জানি হয় শুক্রবার। এ ঘটনায় আহত হয়েছেন আমজাদ হোসেনের বাবা মো. নুরুল আজিম ও তার ছোট ভাই আরাফাত।

আমজাদ হোসেনের বাবা মো. নুরুল আজিম নগরের এক কিলোমিটার এলাকায় একটি ওয়ার্কশপের মালিক। আমজাদ সেই ওয়ার্কশপে তার বাবাকে সহায়তা করেন।

চান্দগাঁও থানার ওসি আবুল বশর জাগো নিউজকে বলেন, ‘শমশের পাড়া রেলগেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।’

এদিকে আহত আমজাদ হোসেনের খালাতো ভাই নাসির জাগো নিউজকে বলেন, ‘নগরের এক কিলোমিটার এলাকায় আমজাদের বাবার একটি ওয়ার্কশপ আছে। কয়েকদিন ধরে স্থানীয় সন্ত্রাসী জালাল, মিল্লাত এবং দিদার চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আমজাদের বাবা নুরুল আজিম সে চাঁদা দিতে অস্বীকৃতি জানান।’

তিনি বলেন, ‘গতকাল রাতে আমজাদ, তার বাবা ও ছোট ভাই চান্দগাঁও থানার হাজীর পুল এলাকায় পারিবারিক দাওয়াত খেয়ে ফেরার পথে আগ থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে চাঁদা না দেয়ার অযুহাতে বাবা-ভাইয়ের সামনেই সন্ত্রাসীরা আমজাদের পা ড্রিল মেশিন দিয়ে পা ফুটে করে দেয়। তাকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীদের হামলায় আহত হয় তার বাবা এবং ছোট ভাই।’

এমআরএম

আরও পড়ুন