ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রামপুরার চার ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর রামপুরা এলাকার চার ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো- যশোর মেডিসিন কর্নার, শরীয়তপুর হেলথ কেয়ার সেন্টার, ভাই ভাই মেডিকেল হল এবং মেসার্স শরীয়তপুর ফার্মেসি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রামপুরা বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে যশোর মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকা, শরীয়তপুর হেলথ কেয়ার সেন্টারকে ১০ হাজার, ভাই ভাই মেডিকেল হলকে ১৫ হাজার, মেসার্স শরীয়তপুর ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

drug-2

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ (এপিবিএন) এর সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।

আরএম/এসআই/এমবিআর/পিআর

আরও পড়ুন