কাতার যাচ্ছেন ১২ এমপিসহ ২১ জন
কাতার সফরে যাচ্ছেন ১২ এমপিসহ সংসদের ৯ কর্মকর্তা। দোহায় অনুষ্ঠেয় ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দেবেন তারা।
৬ থেকে ১০ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য আগামীকাল শুক্রবার সকালে দেশ ছাড়ছেন প্রতিনিধিরা।
জানা গেছে, এ সম্মলনে যোগ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে এমপিদের মধ্যে রয়েছেন হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম. আবদুল লতীফ, মো. হাবিবে মিল্লাত, আব্দুস সালাম মুর্শেদী, মো. আবদুস সোবহান মিয়া, মো. আফতাফ উদ্দিন সরকার, জুয়েল আরেং, শেখ তন্ময় এবং পনির উদ্দিন আহমেদ।
এ ছাড়াও প্রতিনিধি দলে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ৯ কর্মকর্তা রয়েছেন।
জানা গেছে, ১৬০টি দেশের ১৬০০ ডেলিগেট এই সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন দেশের ৮০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, ৮০০ সংসদ সদস্য থাকছেন; যার মধ্যে ৩০ শতাংশ নারী, ১৯ শতাংশ তরুণ সংসদ সদস্য থাকছেন। সম্মেলনের প্রতিপাদ্য - ‘শাস্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষা বৃদ্ধির প্ল্যাটফরম হিসেবে সংসদ’।
কাতার প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। দেশটি ২০০৬ সালে আইপিইউয়ের সদস্য হয়। সফর শেষে স্পিকার ৯ এপ্রিল দেশে ফিরবেন। আর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের ১১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
এইচএস/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ