ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ-গণসংহতির ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

পুলিশের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে। পুলিশের ব্যারিকেড ভেঙে গণসংহতি আন্দোলনের মিছিল জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

বুধবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন পাপ্পু ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে একটি মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ পথে ব্যারিকেড দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে আমাদের উচ্চবাক্য হয়। পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আমাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও পরে ফের সমাবেশ করি।’

Gas-2

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তৈরি করা হয়েছে এজন্য যে, যাতে করে গ্যাস কিংবা বিদ্যুতের মূল্য ও যেসব জ্বালানি বিষয় আছ- সেগুলোর দাম যেন সরকার ইচ্ছামতো বৃদ্ধি করতে না পারে। এনার্জি রেগুলেটরি কমিশন একটি নিয়ন্ত্রণ কমিশন।’

তিনি বলেন, ‘গ্যাস কিংবা বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য সরকার কিংবা তার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূল্যবৃদ্ধির প্রস্তাব করলেও ভোক্তাদের জায়গা থেকে তাদের স্বার্থরক্ষার জন্য এই মূল্যবৃদ্ধি ন্যায়সঙ্গত কিনা- সেটা বিচার করার জন্য মাঝখানের এই প্রতিষ্ঠান হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন।’

গ্যাসের দাম বৃদ্ধির কারণে সরকারের সমালোচনা করে সাকী বলেন, ‘তারা দুপক্ষের বক্তব্য শুনবেন তারপর শুনানি করবেন এবং সিদ্ধান্ত নেবেন গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা যৌক্তিক কি যৌক্তিক নয়। এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে আছে বিশেষ কারণ ছাড়া এক বছরে দুবার গ্যাসের মূল্যবৃদ্ধি করা যাবে না। কিন্তু এ সরকার বিগত ১০ বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে। দেশের বিদ্যুতের একটি বড় অংশ গ্যাস থেকে তৈরি হয়। গ্যাসের মূল্যবৃদ্ধি মানেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি।’

Gas-3

গণসংহতির প্রধান সমন্বয়ক বলেন, ‘নিম্নআয়ের মানুষ, গরিব মানুষ তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে একের পর এক তারা গ্যাসের মূল্যবৃদ্ধি করে চলেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এভাবে গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা লুটেরাদের স্বার্থে দেশের মানুষকে বিপদে ফেলার তৎপরতা জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘আমরা জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সরকারের এই অপতৎপরতা রুখব। সেভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণসংহতি আন্দোলন লড়াই চালিয়ে যাবে।’

এইউএ/এসআর/পিআর

আরও পড়ুন