রাজধানীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন
রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন, দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে। আগুন লাগার পরপরই গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। কেউ হতাহত হয়নি।
এআর/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে: অধ্যাপক সায়েদুর
- ২ পলিথিনবিরোধী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত, ২৫ লাখ টাকা জরিমানা
- ৩ ছাত্র আন্দোলনে গুলি: পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
- ৪ ৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু বিচারসহ ৬ দাবি শিক্ষার্থীদের
- ৫ ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা, আসামিদের রিমান্ড চাইবে পুলিশ