ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশের নামে ভুয়া পোস্ট, সতর্ক হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ পিএম, ০২ এপ্রিল ২০১৯

 

বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া পোস্ট ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। পোস্টটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার ছবিসহ তার বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা ও পুলিশের একটি লোগো রয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দিয়ে পড়ুন... যদি আপনার বাসায় অপরিচিত কেউ এসে বলে যে আমরা মেডিকেল কলেজ থেকে আসছি এবং আপনার রক্তে গ্লুকোজ বা ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করে দেখব। ভুলেও পরীক্ষাটা করতে দিবেন না। শীঘ্রই পুলিশকে ডাকুন। কারণ তারা আইএস জঙ্গি। তারা আপনার রক্তে এইচআইভি এইডসের ভাইরাস প্রবেশ করিয়ে দেবে। বন্ধু এবং আত্মীয়স্বজনদের কাছে এটা শেয়ার করুন। ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, দেশে অনেক ধরনের অপরাধী চক্র সক্রিয় রয়েছে। তারা যে কোনো উপায়ে আপনার ঘরে ঢুকে সব কিছু লুটে নিতে পারে। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।

police

পোস্টের ব্যাপারে তিনি জানান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো পোস্ট দেয়া হয়নি। এটি একটি ভুয়া পোস্ট। আমরা ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে বাংলাদেশ পুলিশকে
জড়িয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।

ফেসবুকে একটি পোস্টে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম লিখেছেন, ‘নিশ্চিত এটা একটা অপপ্রচার! বাংলাদেশ পুলিশ বা ডিএমপি থেকে এ ধরনের কোনো নির্দেশনা নেই। যারা এটা ছড়াচ্ছেন, একটু বিবেক-বুদ্ধি খাটান, সব পরিস্কার হয়ে যাবে।’

এআর/এমএসএইচ/এমএস

আরও পড়ুন