কুর্মিটোলায় চলছে অগ্নিদগ্ধ সোহানের চিকিৎসা
![কুর্মিটোলায় চলছে অগ্নিদগ্ধ সোহানের চিকিৎসা](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019February/bonani-20190330123018.jpg)
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে যারা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় সবাই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন। গতকাল শুক্রবার হাসপাতাল ছেড়ে গেছেন পাঁচজন। গুরুতর আহত একজনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে।
এ ছাড়া কুর্মিটোলা হাসপাতালে সোহান (২২) নামে একজন চিকিৎসা নিচ্ছেন। সোহানের ভাঙা হাড়ের চিকিৎসা চলছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুন্নবী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কুর্মিটোলা হাসপাতালে যাদের আনা হয় তাদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করেছি। যারা হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় সবাই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন। গতকাল হাসপাতাল ছেড়ে গেছেন পাঁচজন।
বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন মারা গেছেন। এর মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফআর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করে।
আরএম/এনডিএস/এমএস