ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনানীর অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৮ মার্চ ২০১৯

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তারা।

এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তারা।

এর আগে, দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে অ‌গ্নিকা‌ণ্ড ঘ‌টে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিকসহ ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এফ এইচ এস/বিএ

আরও পড়ুন