পদোন্নতি পেলেন ডিসি-ইউএনও অফিসের ১৪১ কর্মচারী
মাঠ প্রশাসনের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ১৪১ কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (২৭ মার্চ) রাতে এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এই ১৪১ জন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদোন্নতির পর প্রায় সবাইকে তাদের জেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
আগের বেতন স্কেল অনুযায়ী সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার- পদগুলো তৃতীয় শ্রেণির কর্মচারীর।
প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত। এটি আগের হিসাব অনুযায়ী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ।
আরএমএম/জেএইচ/জেআইএম