প্রার্থীদের নিজ খরচে পোস্টার-ব্যানার-বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ
নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ এপ্রিলের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে এসব প্রচারসামগ্রী অপসারণ করতে বলেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক নথিতে বলা হয়, ‘আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। এজন্য এ সিটি নির্বাচনের কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারসামগ্রী থাকলে আগামী ৭ এপ্রিল রাত ১২টার আগে তা নিজ খরচে অপসারণ করতে হবে।’
অপসারণ কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ইসি।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১০ এপ্রিল হবে মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল এবং ভোট হবে ৫ মে।
পিডি/এসআর/পিআর