ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারত সফর শুরু বাংলাদেশের ১০০ তরুণ-তরুণীর

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৭ মার্চ ২০১৯

ভারত সফর শুরু করলেন বাংলাদেশের ১০০ জন তরুণ-তরুণীর। বাংলাদেশি যুব প্রতিনিধি দলের এ সফরের আনুষ্ঠানিক সূচনা পর্বের আয়োজন করে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

সাত দিনের ভারত সফরে প্রতিনিধি দলটি নয়াদিল্লি, আগ্রা ও হায়দ্রাবাদ ভ্রমণ করবে এবং সেই সঙ্গে ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিশিষ্ট সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রগুলো পরিদর্শন করবে।

আজ এ সফরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস যুব প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বাংলাদেশ একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

এ বছর ৭ম যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। ২০১২ সালে প্রথম যুব প্রতিনিধি দল ভারত সফর করে।

১০০ সদস্যের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবিক ও বিজ্ঞানের ছাত্র, সমাজকর্মী।

জেপি/জেডএ/জেআইএম

আরও পড়ুন