ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিউজিল্যান্ডে নিহত ওমর ফারুকের মরদেহ আসছে মঙ্গলবার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবাসী ওমর ফারুকের মরদেহ মঙ্গলবার রাতে দেশে আসছে। ওইদিন রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সোমবার (২৫ মার্চ) রাতে ওমর ফারুকের পরিবারের পক্ষ থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে।

ওমর ফারুকের আত্মীয় বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, ওমর ফারুকের মরদেহ মঙ্গলবার দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ ব্যাপারে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দেয়া তথ্যানুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।

ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন বলেন, ওমর ফারুক নিউজিল্যান্ডের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন।

ওমর ফারুকের অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা জামান নিহা বলেন, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ওমর ফারুক নিউজিল্যান্ড চলে যান। গত বছরের ১৬ নভেম্বর তিনি ছুটিতে বাড়িতে আসেন। কিছুদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ১৮ জানুয়ারি আবার নিউজিল্যান্ড ফিরে যান তিনি।

মো. শাহাদাত হোসেন/বিএ

আরও পড়ুন