ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে অপহৃত ব্যবসায়ী : গ্রেফতার ১

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩০ আগস্ট ২০১৫

রাজধানীর আদাবর এলাকা থেকে অপহৃত গার্মেন্টস ব্যবসায়ী সোহেলকে ধানমন্ডি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভূগর্ভস্থ বেইজমেন্ট হতে তাকে উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

এসময় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক অপহরণকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদাবর থানাধীন জাপান গার্ডেন সিটিস্থ টোকিও স্কয়ারের সামনে হতে সোহেল অপহৃত হয়।

অপহরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আদাবর থানা পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভূগর্ভস্থ বেইজমেন্ট হতে অপহৃতকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ফুয়াদ মোহাম্মদ শাহ নামে একজনকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ভিকটিমের রক্তমাখা শার্ট এবং লোহার রডও উদ্ধার করেছে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/একে/আরআইপি