ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২০ পিএম, ২২ মার্চ ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৩২ গ্রাম স্বর্ণ জব্দসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার বেলা ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। আটক যাত্রীর নাম মিজানুর রহমান। পাসপোর্ট নম্বর বিটি০৩৮৩২৪৪।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম জানান, ওমানের মাসকাট থেকে বাংলাদেশ বিমানে (ফ্লাইট নম্বর বিজি-২২২) আসা যাত্রী মিজানুর রহমান আইন বহির্ভূতভাবে ৮টি স্বর্ণবার (৯৩২ গ্রাম) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার বহন করছিলেন।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দার কাছে আগে থেকে এ-সংক্রান্ত তথ্য ছিল। পরে ওই তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে ওই যাত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তার ব্যাগ বহনকৃত ট্রলির নিচে বিশেষ কায়দায় চুম্বকের মাধ্যমে লুকায়িত ৮টি স্বর্ণবার বের করা হয়। স্বর্ণবারগুলোর মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেইউ/এসআর/এমকেএইচ

আরও পড়ুন