ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ মার্চ ২০১৯

খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছে প্রজন্ম সমাজকল্যাণ সংস্থা নামক একটি সংগঠন।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের হাজারো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো খাদ্যে ভেজাল। বর্তমানে খাদ্যে ভেজাল আমাদের জাতীয় জীবনে এক মহাদুর্যোগের নাম। বাংলাদেশের মানুষের কিডনি রোগ, ক্যান্সারসহ নানাবিধ মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে খাদ্যে ভেজালবিরোধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, আমাদের সাধারণ মানুষের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট উদ্বেগ তৈরি হলেও এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। ফলে দিন দিন খাদ্যের সঙ্গে নিত্যনতুন রাসায়নিক মিশ্রণের অশুভ প্রতিযোগিতা বেড়েই চলছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট রেজাউল আলম নোমান, দফতর সম্পাদক মোসলেম উদ্দিন শুভ, ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার অ্যাডভোকেট খন্দকার, সংগঠনের সদস্য গোলাম কিবরিয়া জুবায়ের প্রমুখ।

এএস/জেডএ/এমকেএইচ

আরও পড়ুন