জেনেভা ক্যাম্পে মাদকসহ শতাধিক ‘কারবারি’ আটক
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ফের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)।
শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অভিযানে ‘বিপুল পরিমাণ মাদক’সহ শতাধিক মাদক ‘কারবারি’কে আটকের দাবি করেছে র্যাব।
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেনেভা ক্যাম্পের ১৩ টি স্পটে অভিযান চালানো হয়।
অভিযান শেষে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রায় পাঁচ শতাধিক র্যাব সদস্য নিয়ে র্যাব-২ এর সমন্বয়ে জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলা হয়। এ সময় ভেতরে তল্লাশি করা হয়। যাদের কাছে মাদক পাওয়া যায় তাদের আটক করা হয়। মাদকবিরোধী এ অভিযানে র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিটসহ বেশ কয়েকটি ইউনিট অংশ নেয়।
এ অভিযানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল জব্দের কথা বলা হলেও ঠিক কি পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা গেছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি।
তবে তিনি বলেন, জেনেভা ক্যাম্পের মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে শিশু-কিশোরদের ব্যবহার করছে। শিশু-কিশোরদের মাধ্যমে মাদকের অর্ডার নেয়া ও মাদক পরিবহনের কাজ করানো হচ্ছিল। আটকদের মধ্যে নারী, শিশু-কিশোর রয়েছে। এর রয়েছে আগের অভিযানে আটক হওয়া মাদক ব্যবসায়ীও। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করেন তিনি।
জেইউ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ২ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ৩ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
- ৪ বাড্ডায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু
- ৫ একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন: শেহবাজ শরিফকে ড. ইউনূস