ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রী মনিরুলের প্রশ্ন ‘কবে আমার ফ্লাইট?’

প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ আগস্ট ২০১৫

প্রথম বলেছিল ২২ আগস্ট মধ্যরাতে ফ্লাইট, তারপর ২৪ আগস্ট, আবার বললো ২৬ আগস্ট, এখন বলতেছে ৩০ আগস্ট মধ্যরাতে ফ্লাইট। জানিনা আজো যেতে পারবো কি না। হজক্যাম্পে বসে এক নিঃশ্বাসে কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে হজ ক্যাম্পে আসা ফ্লাইটের প্রহর গোনা হজযাত্রী মো. মনিরুল ইসলাম। যার পাসপোর্ট নম্বর-বিসি০১৪৯৫৮৪।

বেসরকারিভাবে এএইচবি ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মনিরুল।

মনিরুল জানান, চাপাইনবাবগঞ্জ থেকে তারা ৭২ জনের একটি গ্রুপ এসেছেন শনিবার সকালে। এএইচবি ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেডের দুই প্রতিনিধি তাদের চাঁপাই থেকে নিয়ে আসে। হজক্যাম্পে আনার আগেই মনিরুলদের চার বার ফ্লাইট ডেট দেয়া হয়েছে। কিন্তু ফ্লাইট করাতে পারেনি। সর্বশেষ রোববার মধ্যরাতে ফ্লাইটের কথা বলা হয়েছে। তবে আজও কথা ঠিক রাখতে পারে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। মনিরুলের প্রশ্ন, কবে আমার ফ্লাইট?।

কি কারণে হজযাত্রীদের এমন ভোগান্তিতে ফেলেছেন, এমন প্রশ্নের জবাবে এএইচবি ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেডের  প্রতিনিধি আব্দুল হামিদ জাগো নিউজকে বলেন, প্লেনে সিটের বড় অভাব। অনাকাঙ্খিত কস্টের জন্যে কোম্পানীর পক্ষ থেকে আমরা দুঃখিত। আর অল্প কয়েকদিন হজযাত্রীদের ধৈর্য ধারণ করতে হবে।

আরএম/এএইচ/আরআইপি