ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: পাঁচ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৯ মার্চ ২০১৯

ওষুধের মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ার ডেট) তারিখ ২০১৭ সাল। বিক্রি হচ্ছে ২০১৯ সালে। দিন নয়, মাস নয়, দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে রাজধানীতে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা বাণিজ্য করছেন কিছু মুনাফালোভী ব্যবসায়ী। এই মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে বিপুলসংখ্যক রোগী নিরাময়ের বদলে স্বাস্থ্যগত নানা জটিলতার শিকার হচ্ছেন।

মঙ্গলবার রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেড়িয়ে আসে এসব তথ্য। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় এদিন পাঁচটি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

medicin

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাড্ডা থানা পুলিশের সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল জানান, বাড্ডা এলাকায় বাজার তদারকির সময় বেশিরভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মারিয়া ফার্মেসিকে ২০ হাজার টাকা, হ্যাপি মেডিকেল হলকে ৫ হাজার, লিভা ফার্মেসিকে ৩০ হাজার, তাকওয়া ফার্মেসিকে ১০ হাজার এবং হোসনিয়ারা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/জেডএ/এমএস

আরও পড়ুন