মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো: আল আমিন ফার্মেসি, ফাতেমা ফার্মা ও মগবাজার ফার্মেসি।
সোমবার রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহায়তা করে হাতিরঝিল থানার পুলিশ সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, আজ হাতিরঝিলের মধুবাগ এলাকায় তদারকিকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা, ফাতেমা ফার্মাকে ১৫ হাজার টাকা, মগবাজার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে সানমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআই/জেএইচ/এমএস