সময় তিনদিন, হজ নিবন্ধনের বাকি ৭৮ সহস্রাধিক
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনকারীদের মধ্যে হজ গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য যথাক্রমে ২০ ও ২১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ক্ষণ গণনার হিসাবে সরকারি ব্যবস্থাপনায় দু’দিন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য তিনদিন সময় রয়েছে। তবে এখনও ৭৮ হাজারেরও বেশি হজযাত্রী তাদের নিবন্ধন করেননি।
ধর্ম মন্ত্রণালয়ে প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়, গতকাল ১৭ মার্চ (রোববার) রাত ৮টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জনের বরাদ্দকৃত কোটার মধ্যে ৫ হাজার ৪৫৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্যাকেজ-১ এর আওতায় ১ হাজার ৯৩৬ এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ হাজার ৫২৩ জন।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৫৮৬ জন নিবন্ধন করেছেন। অর্থাৎ হাতে মাত্র তিনদিন সময় থাকলেও এখনও ৭৮ হাজারেরও বেশি হজযাত্রী তাদের নিবন্ধন করেননি।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ নিবন্ধন হয়ে যাবে। না হলে আরও একবার সময় বৃদ্ধির আবেদন জানানো হবে। এরপর নির্ধারিত সিরিয়ালের বাইরে থেকে নতুনভাবে নিবন্ধনের জন্য আবেদনের সুযোগ দিতে ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হবে।
তিনি আরও জানান, গত বছর পর্যন্ত ১৫০ জনের কম হলে কোনো হজ এজেন্সি এককভাবে হজযাত্রী পরিবহন করতে পারতেন না। তবে সপ্তাহ খানেক আগে চলতি বছর ১০০ জন হলেই হজ এজেন্সিগুলো এককভাবে যাত্রী পরিবহন করতে পারবে বলে অনুমতি দিয়েছে সৌদি সরকার।
এতো দিন অনেক এজেন্সি অন্য এজেন্সির সাথে যুক্ত হয়ে হজযাত্রী পাঠানোর চিন্তাভাবনা করলেও এবার নতুন নিয়মে তারাও এককভাবে যাত্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ কারণেই নিবন্ধন একটু শ্লথগতিতে হচ্ছে বলেও জানান তিনি।
এমইউ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক