ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উপজেলা নির্বাচন উপলক্ষে ছয় ওসি বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ মার্চ ২০১৯

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট উপলক্ষে পক্ষপাতিত্বের দায়ে ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

যেসব থানার ওসিদের বদলি করা হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া, গাইবান্ধার ফুলছড়ি, দিনাজপুরের বিরগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ, নওগাঁর মান্দা ও বান্দরবানের আলীকদম থানা। একই সঙ্গে তাদের পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

ইসি সচিব বলেন, ‘এসব ওসিদেরকে পক্ষপাতিত্বের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেখানকার থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদলির প্রস্তাব করেছি। নির্বাচন কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে ওখানে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সেগুলো অনুমোদন দিয়েছেন।’

সচিব আরও জানান, চেয়ারম্যান পদে ৩৩৭, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সোমবার ১১৬ উপজেলায় ৭ হাজার ৩৯টি কেন্দ্রে ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করবেন।

এইচএস/আরএস/জেআইএম

আরও পড়ুন