ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৭ মার্চ ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bongo Bondhu

রোববার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

Bongo Bondhu

সংগঠনের ব্যানার নিয়ে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন রাসেল স্কয়ার পার হয়ে চলে যায় কলাবাগান পর্যন্ত।

Bongo Bondhu

শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলো হলো- ঢাকা মহানগর অাওয়ামী লীগ উত্তর, দক্ষিণ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতি লীগ, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা অাওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা পরিষদ, সিটিকলেজ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়, মহানগর তাঁতি লীগ দক্ষিণ, বিঅাইডাব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন, জনতা ব্যাংক, জাতীয় পানি উন্নয়ন শ্রমিক-কর্মচারী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, অাওয়ামী মোটরচালক লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ জীবন বীমা কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ বঙ্গবন্ধু প্রজন্ম লীগ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

এফএইচএস/জেএইচ/এমএস

আরও পড়ুন