ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৬ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তারা হলেন কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল এবং গাইবান্ধা-৫ আসনের মো. ফজলে রাব্বি মিয়া।

ফজলে রাব্বি মিয়াকে ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে এবং সাইমুম সরওয়ারকে ১৭ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসি।

শনিবার (১৬ মার্চ) ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ আদেশ জারি করা হয়।

সাইমুম সারওয়ারকে দেয়া চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে রামু উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাই ১৭ মার্চ বিকাল ৫টার মধ্যে আপনাকে কক্সবাজার-৩ আওতাধীন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসি।’

ফজলে রাব্বি মিয়াকে দেয়া চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে গাইবান্ধা-৫ আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাই ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে আপনার গাইবান্ধা-৫ আওতাধীন নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে ইসি।’

এ নির্দেশে হুঁশিয়ারি দিয়ে ফজলে রাব্বিকে আরও বলা হয়, ‘আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে নির্বাচন বন্ধ হলে উক্ত উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনার জন্য সরকারের যে আর্থিক ব্যয় হবে, পরবর্তীতে তার দায়-দায়িত্ব আপনাকে নিরূপণ করতে হবে।’

পিডি/এএইচ/এমকেএইচ

আরও পড়ুন