ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বর্ণালী সুজের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ

প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০১৫

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত ফুটওয়্যার (জুতা জাতীয় পণ্য) আমদানির অভিযোগে স্বর্ণালী সুজ নামে একটি কোম্পানির পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার রাতে ৩৩, ফুলবাড়িয়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। কোম্পানিটি অনুমোদিত পরিমাণের চেয়ে ৫২ শতাংশ বেশি আমদানি করেছিল বলে অভিযোগ শুল্ক গোয়েন্দার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বর্ণালী সুজ নামে ওই কোম্পানিটি অনুমোদিত পণ্যের চেয়ে অনেক বেশি আমদানি করেছিল বলে পণ্যগুলো জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের দাম প্রায় ২২ লাখ টাকা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/বিএ