ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে বেলজিয়াম রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৩ মার্চ ২০১৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ফ্রানকোইস ডেলহায়ে।

বুধবার মন্ত্রীর অফিস কক্ষে বেলা ১২টায় এ সাক্ষাৎ হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে। উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় প্রযুক্তির সুনাম রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেলজিয়ামসহ ইউরোপীয় বিনিয়োগকে আমরা স্বাগত জানাব।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পাওয়ার হাবের আশপাশের নদী খনন সংক্রান্ত কাজে বেলজিয়ামের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এলএনজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বেলজিয়ামের রাষ্ট্রদূত।

এ সময় বেলজিয়াম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর গুইলিয়াম চকোয়েটও উপস্থিত ছিলেন।

এমইউ/জেডএ/এমকেএইচ

আরও পড়ুন