দেশে ফিরলেন রেলমন্ত্রী
দ্বিতীয় দফায় স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রেলপথমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক। শনিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
মন্ত্রীর মিডিয়া কর্মকর্তা এসএন ইউসুফ রাতে জাগো নিউজকে জানান, রেলপথমন্ত্রী গত ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লার মুন হসপিটাল ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ১৮ জুলাই প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ড. খিস্টোবার খোর জনলক এর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
গত ৪ আগস্ট তিনি দেশে ফিরেন। চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার সকালে তিনি পুনরায় সিঙ্গাপুরে যান। এ সময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা, একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, নিকটাত্মীয় নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার।
বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ ভূইয়া, জেলা আওয়ামী লীগ নেতা শাহিনুল ইসলাম শাহিন, জি এস জাকির হোসেন, কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি চিত্তরঞ্জন ভৌমিক, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুরুর রহমান মাহমুদ তানিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাবেক সদস্য জামশেদ আলম, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু, রোটারিয়ান আবুল হোসেন ছোটন, জেলা যুবলীগনেতা ফরহাদুল মিজান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার কাউসার, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ।
কামাল উদ্দিন/বিএ