ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিতে তালা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১২ মার্চ ২০১৯

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে রাজধানীর খিলক্ষেতে সিয়াম ফার্মেসি নামের একটি ফার্মেসি বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় একই এলাকার সাত প্রতিষ্ঠানকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা অফিসের সহকারী মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১ সদস্যরা।

Firmacy

আব্দুল জব্বার মন্ডল জানান, খিলক্ষেত এলাকায় অভিযানকালে সিয়াম ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী এটি বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় একই এলাকায় মামা হোটেলকে ৫ হাজার টাকা, মা ফাস্ট ফুড ও কাবাবকে ৭ হাজার, নিউ এনডোরাডো ফাস্ট ফুডকে ৫ হাজার, থ্র গোল রেস্টুরেন্টকে ১০ হাজার, রংধনু হোটেলকে ১০ হাজার ও বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/এমএসএইচ/এমএস