ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধনী-দরিদ্র্যের বৈষম্য প্রকট হচ্ছে : ড. কামাল

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৯ আগস্ট ২০১৫

দেশে ধনী আর দরিদ্রের মধ্যে যে বৈষম্য চলছে তা প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। শনিবার সন্ধ্যায় ইংরেজী পত্রিকা ‘দ্যা ডেইলি স্টার’ সেন্টারে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, ভবিষ্যতেও গরীব বস্তিবাসী আর আট্টালিকায় বসবাসকারীদের মধ্যেও চরম বৈষম্য সৃষ্টি হবে। তাই সেই বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করতে হবে গ্রামের সঙ্গে শহরের এবং শহরের সঙ্গে গ্রামের। বৈষম্য দূর করতে হবে ধনী-দরিদ্রের।

প্রফেসর রেহমান সোবহানের লেখা ‘ফরম টো ইকোনোমিস টু টো নেশনস: মাই জার্নি টু বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রফেসর ইমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর রওনক জাহান, বিমান পর্যটন মন্ত্রী রাসেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ও ড. এমএম আকাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল খলিলুর রহমান (এমকে রহমান) প্রমুখ।

ড. কামাল আরো বলেন, ৬১ এর সময় আমি আওয়ামী লীগ করতাম না। তবে ছয় দফার সঙ্গে আমার মতের মিল ছিল। তখন আমাকে কেউ বলতো আপনাকে আমরা ন্যাপ মনে করাতাম। এই ন্যাপ মনে করার কারণ হলো আমি বৈষম্য আর স্বপ্নের কথা বলতাম। তাই আমাকে ন্যাপ মনে করা হতে পারে। ওই সময় ন্যায্য কথা বলার কারণে অনেকে জেলে গেছে। আমি তাদের আইনজীবী ছিলাম।

এফএইচ/এএইচ/আরআইপি