ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এশিয়ান ট্যুরিজম ফেয়ার সমাপ্ত

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হওয়া চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৫ সফলভাবে শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার শেষ হয়।

মাসিক ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’র আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বার্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) সহায়তায় এ মেলার আয়োজন করা হয়।

এ বছর মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানও যোগ দেয় এ মেলায়।

মেলায় যুব পর্যটনকে উৎসাহিত করতে অ্যাডভাঞ্চার গিয়ার প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়। এছাড়া ছিল বৈচিত্রময় নানা আয়োজন। যার মধ্যে-কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রদর্শনী, ৯টি বিশ্ববিদ্যালয় ও তিনটি পর্যটন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন, পর্যটনবিষয়ক সেমিনার, কমিউনিটি কালচারাল অনুষ্ঠান, শিশুদের জন্য ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে আর্ট কম্পিটিশন উল্লেখযোগ্য।

আরএম/একে/আরআইপি