ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২০২১ সালের মধ্যে উড়োজাহাজ তৈরি করবে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৪

২০২১ সালের মধ্যে বাংলাদেশ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরিতে সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বুধবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) মাঠে প্রথম জাতীয় এ্যারো-ডিজাইন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিমান পরিচালনা সংক্রান্ত প্রযুক্তি মানব সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন। ভিশন-২০২১ লক্ষ্য অর্জনে বাংলাদেশ এ সময়ের মধ্যে মানববাহী উড়োজাহাজ তৈরিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মসূচি তরুণ এ্যারো ডিজাইনারদের উৎসাহ যোগাবে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রূপ নিবে। বাংলাদেশে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে এ সম্ভাবনা কাজে লাগাতে হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির কমাডেন্ট মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, প্রদর্শনীতে ২৩টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ্যারো-ডিজাইন প্রদর্শন করে।