ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ হলো সংসদের প্রথম অধিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১১ মার্চ ২০১৯

চলমান একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে আজ সোমবার (১১ মার্চ)। নতুন এ সংসদের প্রথম অধিবেশন চলেছে ২৬ কার্যদিবস। পাঁচটি বিল পাস হয়েছে।

আইন প্রণয়ন ছাড়াও ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ১৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১৫৫টি।

এ অধিবেশন প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১১৪টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে তিনি ৪৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট দুই হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ৭৩০টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দিয়েছেন।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৯৩ জন আলোচনা করেছেন। প্রায় ৫৪ ঘণ্টা ২৭ মিনিট তারা ভাষণ দেন।

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন শুরু হয়েছিল। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়।

এইচএস/আরএস/জেআইএম

আরও পড়ুন