ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মরা গরুর মাংস বিক্রির পর কসাই উধাও

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৫

দিনাজপুরে মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় দেড় মণ মাংস আটক করেছে পুলিশ। তবে মাংস বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। শনিবার সকালে দিনাজপুর শহরের মহারাজা স্কুল মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান মাংস আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দিনাজপুর শহরের মহারাজা মোড় এলাকায় মরা গরু জবাই করে মাংস বিক্রির কারণে স্থানীয় জনতা তিনজন কসাইকে গণধোলাই দিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই কসাইরা পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া দেড় মণ মাংস আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, মাংসগুলো সঠিক পরীক্ষা নিরীক্ষা শেষে নির্ণয় করা সম্ভব গরুটি মরা অবস্থায় জবাই করা হয়েছিলো কিনা। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।  

এমদাদুল হক মিলন/এমজেড/এমআরআই