কেরানীগঞ্জে নকল এনার্জি ড্রিংকসহ আটক ১
নকল শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) এবং চাটনী তৈরীর সরঞ্জামসহ মো. মনির হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে আটক ব্যক্তিকে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ খেজুরবাগ সাকিন জামে মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১০।
র্যাব-১০ এর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন জানান, র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মো. মনির হোসেনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
অভিযানে নকল লেবেল লাগানো হর্স পাওয়ারের প্লাস্টিকের ৭৯টি বোতল, তিনটি প্লাস্টিকের বোতলে সাদা রংয়ের কেমিকেল, হর্স ফিলিংস, ডাবল হর্স ও হর্স পাওয়ারের লেবেল স্টিকার দুইটি কার্টুন, পাঁচটি পলিথিনের বোতলে সাদা রংয়ের কেমিকেল, মজা বাই ফুট চাটনির ১০টি প্যাকেট, ৩৫টি খালি হর্স পাওয়ারের বোতল, ক্যাশ ম্যামো এবং ইবনে সিনা ফার্মাসিইউটিক্যাল স্টিকার লাগানো একটি বোতল উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক মনির জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগিয়ে মানহীন এনার্জি ড্রিংকস তৈরি করে বিক্রয় করে আসছেন।
এদিকে আটক মনিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
জেইউ/আরআইপি