ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস মজুত : এসবি হিমাগারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১০ মার্চ ২০১৯

রাজধানীর মাতুয়াইল এলাকার এসবি হিমাগারকে ৫০ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ মাছ ও মাংস বিক্রির জন্য মজুদ করায় এবং একই স্থাপনায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক প্যাকেটজাত করায় দণ্ড দেয়া হয়।

র‌্যাব-৩ এর ওই অভিযানে মেয়াদোত্তীর্ণ ৩২০ মণ মহিষের মাংস এবং ২৪৫ মণ মাছ জব্দ করা হয়।

শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সারওয়ার আলম জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও বিক্রি করা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস এবং একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করে মজুদ করে। এ জন্য ৫০ লাখ টাকা জরিমানা এবং একজনকে একবছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

জেইউ/এনডিএস

 

আরও পড়ুন