বুড়িগঙ্গায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে ছয়জনের নিখোঁজের ঘটনায় মাহি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় এর আগে আহত অবস্থায় উদ্ধার শাহজালালের মেয়ে এই মাহি।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।
এর আগে ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর গতকাল দুপুর পৌনে ১২টায় নৌ পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জামসিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। জামসিদার স্বামী দেলোয়ার এখনও নিখোঁজ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় জামসিদাদের বহনকারী ডিঙি নৌকাটি। এতে একই পরিবারের ছয়জন সদস্য নিখোঁজ হন।
নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
ঘটনার রাতে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, নিখোঁজরা সবাই একই পরিবারের। কামরাঙ্গীরচর থেকে সদরঘাটে শরীয়তপুর লঞ্চ ঘাটে আসার সময় সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন তারা।
ওই ঘটনায় নিখোঁজ হন- আহত অবস্থায় উদ্ধার শাহজালালের স্ত্রী শাহিদা, তাদের মেয়ে মিম (৮) ও মাহি (৬), জামসিদা ও তার স্বামী দেলওয়ার (২৭) এবং তিন মাসের একটি বাচ্চা। তাদের মধ্যে জামসিদা ও মাহির মরদেহ উদ্ধার হলো।
জেইউ/জেডএ/এমএস