ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইনজীবী রাজিয়া সুলতানাকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ এএম, ০৭ মার্চ ২০১৯

রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশি আইনজীবী রাজিয়া সুলতানা ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস।

বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১০ জন অনন্য নারীর মধ্যে রাজিয়া অন্যতম যারা সেক্রেটারি অব স্টেট পম্পেওর আয়োজনে ৭ মার্চ একটি অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জেপি/বিএ

আরও পড়ুন