ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার।
তিনি বলেন, ভূমি বিষয়ে দুর্নীতি উদঘাটন করতে এ খাতের খুঁটিনাটি বিষয়ে জানতে হবে। কমিশন কর্মকর্তাদের বিভিন্ন সেক্টরভিত্তিক প্রশিক্ষণ দেয়ার মূলে রয়েছে নিখুঁত তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করা। ভুল করার সুয়োগ যাতে না থাকে এ উদ্দেশ্যেই কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বুধবার (৬ মার্চ) দুদক কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণে কমিশনের উপ পরিচালক এবং সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা অংশ নেয়।
প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা, নৈপুণ্য এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিটি কর্মকতা-কর্মচারীকে বছরে ন্যূনতম ৫৪ ঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে দুদক সচিব বলেন, এভাবেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিকশিত হবে।
দেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনাকালে তিনি বলেন, এ ক্ষেত্রে অনিয়ম হলে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হয়, কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ দূষণ, এমনকি সাধারণ মানুষ হয়রানির শিকার হন।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. আবু সাঈদ।
এমইউ/এএইচ/এমএস