ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:২৯ এএম, ০৫ মার্চ ২০১৯

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।

সোমবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৯২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

এমইউ/বিএ

আরও পড়ুন