হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।
সোমবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৯২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ