লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় অপসারিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত বুধবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট শাহ আলম। বুধবার এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার নির্দেশ ছিল আদালতের। হাজির না হওয়ায় শুনানি শেষে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, মহানবী (সা.), তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করেন।
এ নিয়ে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ধর্ম অবমানার এক ডজনের বেশী মামলা হয়।
এর ফলে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের পদ থেকে অপসারণ করা হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার দল থেকে কেন তাকে বরখাস্ত করা হবে না- মর্মে কারণ দর্শাও নোটিশ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে পাঠানো হয়।
লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্তান করছেন।