৮ পদক্ষেপে শিশুদের ঝরেপড়া কমেছে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিক স্তরে শিশুদের ঝরেপড়া রোধে সরকার ৮ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, পদক্ষেপসমূহের মধ্যে বছরের শুরুতে প্রতিটি বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকাভিত্তিক শিমু জরিপপূর্বক ভর্তি নিশ্চিত করা, নিয়মিত মা সমাবেশ, উঠান বৈঠক এবং হোম ভিজিট করা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা, রূপালী ব্যাংক শিউর ক্যাশের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা এবং একীভূত শিক্ষা কার্যক্রম চালু করা। সরকারের এসব দূরদর্শী কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রাথমিক স্তর থেকে শিশুদের ঝরেপড়া রোধ করা সম্ভব হয়েছে।
সোমবার টেবিলে উত্থাপিত চট্টগ্রাম থেকে নির্বাচিত মাহফুজুর রহমানের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে ৬৫ হাজার ৫৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১ লাখ ৩৪ হাজার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এসব শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়ক নিয়োগের সরকারের কোনো পরিকল্পনা নেই।
এইচএস/জেএইচ/পিআর