ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পোড়া তেলে রান্না, স্কয়ার হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৪ মার্চ ২০১৯

রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের ক্যান্টিনে খাবার রান্না করা হয় পোড়া তেলে। এ জন্য এই ক্যান্টিনকে সোমবার এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ অভিযানে স্কয়ার হাসপাতালের ক্যান্টিনে আমরা দেখতে পাই, ওখানে এমন কিছু কাজ হচ্ছে যার ফলে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাদের ক্যান্টিনে পোড়া তেলে রান্না করতে দেখা গেছে। এ ছাড়া ক্যান্টিনে আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি করা হচ্ছে। ভোক্তার অধিকার ক্ষুণ্ন করার জন্য তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে ক্যান্টিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত নির্দেশনা দেয়ার জন্য তাদের মঙ্গলবার বিকেল ৪টায় অধিদফতরের অফিসে ডাকা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

গত শনিবার নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর খাবার তৈরির অভিযোগে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি শাখায় অভিযানে তাদের মেডিসিন কর্নার, ম্যাকস কর্নার ও ক্যান্টিনকে চার লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/এআর/জেডএ/এমকেএইচ

আরও পড়ুন