ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে আরও ৬০০ স্বর্ণবার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ মার্চ ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে প্রাইভটকার ব্যবহার করে ৬০০টি স্বর্ণবার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়।

রোববার দুপুর ১টার দিকে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক দুই ব্যক্তি হলেন- রাকিব (৩৬) ও করিম (৩৪)। তাদের দুজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

gold

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে (ঢাকামেট্রো-ঘ : ১৮২১৪৪) তল্লাশি চালিয়ে যাত্রীবসার সিটের নিচে বিশেষ কৌশলে রাখা ৬০টি প্যাকেটে ৬০০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলোর আনুমানিক ওজন ছয় হাজার ভরি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৬ কোটি ৪০ লাখ টাকা।

gold

প্রসঙ্গত, রোববার বেলা ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার সিআরবি সাতরাস্তার মোড় এলাকা থেকে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সদস্য।

আবু আজাদ/এমএআর/জেআইএম

আরও পড়ুন