ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাড়া দিচ্ছেন ওবায়দুল কাদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ মার্চ ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই। ওনার অবস্থা আগের চেয়ে ভালো। উনি চোখ খুলছেন, পা নাড়াচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে আজ (রোববার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘কেউ ডাকলে তিনি অবশ্যই রেসপন্স করছেন। তার হার্ট অ্যাটাক হওয়ার পর এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে। বন্ধ হওয়া নালী দিয়ে ফের রক্ত চলাচল শুরু হয়েছে। তার যে রিপার্কুইশন ইনজুরি হয়েছে, সেটা থেকে বের হতে সময় লাগবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, চিকিৎসকরা যদি মনে করেন তাকে বিদেশে পাঠানো যায়, তবেই বিদেশে পাঠানো হবে। যদি চিকিৎসকরা মনে করেন বিদেশে পাঠানোর মতো অবস্থা তার নেই, তবে পাঠানো হবে না। এছাড়া যদি বিমানে ওঠার পর তার অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে সেই পরিস্থিতি সামাল দেয়ার মতো ইক্যুইপমেন্ট, এক্সপার্টিজ তাদের থাকে তবে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হবে, না হলে নয়।’

এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় আসছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে জানাতে পারে।’

দুপুরে ওবায়দুল কাদেরের হার্টবিট ৩০- এ নেমে এসেছিল কিনা জানতে চাইলে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তখন ৩০-এ নেমে এসেছিল কিন্তু এখন ৯০ থেকে ১১০ এ ওঠা-নামা করছে। আমরা তার সুস্থতার ব্যাপারে আশাবাদী।’

সংবাদ সম্মেলনে কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান বলেন, ‘শনিবার রাত সাড়ে ৩টার দিকে ওবায়দুল কাদেরের হার্ট অ্যাটাক হয়। এ সময় তার বাসা থেকে আমাদের কাছে খবর পাঠানো হয়। আমাদের একজন চিকিৎসক তার বাসায় যান। তিনি প্রাথমিকভাবে দেখার পর কার্ডিওলোজির আইসিইউতে নিয়ে আসেন। নিয়ে আসার পর তার শরীরে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ইসিজি করতে করতে তার অবস্থা খরাপ হতে থাকে। তখন আমরা এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেই। এনজিওগ্রাম করে তার তিনটি রক্তনালীতে ব্লক পাই। আগে থেকে ডায়াবেটিসে তার অবস্থা খারাপ ছিল।

যে তিনটি ব্লক পাওয়া গেছে তা ক্রিটিক্যাল। এগুলোর একটি ১০০ ভাগ, একটি ৯৯ ও একটি ৮০ ভাগ ব্লক। এর মধ্যে ৮০ ভাগের ব্লকটিতে রিং পরানো হয়েছে। অন্য দুটি ব্লক রয়েছে। রিং পরানোর পর দুই ঘণ্টা তার অবস্থা ভালোই ছিল। তারপর থেকে অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ব্লাড প্রেসার কমে যেতে থাকে এবং ইলেকট্রোলাইট ইমব্যালান্স হয়ে যেতে থাকে। তিনি চোখ খোলেন না এবং কথা বলেন না। ক্রিটিক্যাল স্টেজে চলে যান। এরপর তাকে আমরা আইএমপি যন্ত্র দেই। হেমোডাইনামিক স্ট্যাবিলিটি আমলে নিয়ে আমরা তাকে পরবর্তী থেরাপি দেব বা বাইপাস সার্জারি করতে পারি। এটা সময় সাপেক্ষ ব্যাপার। ২৪ থেকে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’

ড. সৈয়দ আলী আহসান আরও বলেন, ‘কেউ যদি তাকে বিদেশে নিতে চান, নিতে পারেন। তবে তাদের ওই রকম ম্যান পাওয়ার থাকতে হবে, যেন তারা তাকে স্ট্যাবল অবস্থায় নিয়ে যেতে পারে।’

কার্ডিওলোজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক অসিত বরণ অধিকারী বলেন, ‘হার্টের রোগীর যে কোনো সময় ছন্দপতন ঘটতে পারে। এক্ষেত্রে শরীরিক অবস্থা খারাপের দিকেও যেতে পারে যে কোনো সময়।’

এর আগে সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

সকাল থেকেই তাকে দেখতে হাসপাতালের ডি-ব্লকের সামনে ভিড় করেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে রোববার বেলা ৩টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। বিকাল সোয়া ৪টার দিকে তিনি বেরিয়ে যান।

বিকাল ৪টা ২৫ মিনিটে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পৌনে ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন।

বিএসএমএমইউ সূত্র জানায়, ওবায়দুল কাদেরের পাশে কিছু সময় কাটান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। কর্তব্যরত চিকিৎসকরা এ সময় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আশু আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি প্রার্থনার আহ্বান জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধানমন্ত্রী এ সময় হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বলেও তিনি জানান।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কনক কান্তি বড়ুয়া আরও বলেন, ‘আপনারা সকলকে জানিয়ে দেন, আমরা যেন নিরিবিলি তার চিকিৎসা করতে পারি। কেউ যেন ভিড় না করেন।’

ওবায়দুল কাদের সাড়া দিচ্ছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডাক দিলে তিনি মিটমিট করে তাকিয়েছেন। রাষ্ট্রপতি ডাক দিলে বড় চোখ করে তাকিয়েছেন ওবায়দুল কাদের।’

‘মোহাম্মদ নাসিম যখন তাকে ডাকেন তখনও তিনি চোখ খুলে কথা বলার চেষ্টা করেন।’ এক প্রশ্নের জবাবে আলী আহসান বলেন, ‘তার বর্তমানে শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। তবে এয়ার অ্যাম্বুলেন্সে যদি প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তাহলে আমরা অ্যালাও করতে পারি।’

‘বিদেশে নেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর দেখছে’ বলেও উল্লেখ করেন তিনি।

এফএইচএস/এনডিএস/এমএআর/জেআইএম

টাইমলাইন

  1. ০২:৪৮ পিএম, ২৬ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর
  2. ০১:৪০ পিএম, ২৩ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী
  3. ১২:০৬ পিএম, ২৩ মার্চ ২০১৯ কাদের সম্পূর্ণ সুস্থ, কমানো হচ্ছে ঘুমের ওষুধ
  4. ০৭:৩২ পিএম, ২২ মার্চ ২০১৯ ওবায়দুল কাদের শঙ্কামুক্ত
  5. ০৬:৩৮ পিএম, ২১ মার্চ ২০১৯ ভালো আছেন ওবায়দুল কাদের
  6. ০৩:৩৫ পিএম, ২০ মার্চ ২০১৯ কাদেরের বাইপাস সার্জারি সফল
  7. ০৯:৫৩ এএম, ২০ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে
  8. ১২:৪০ পিএম, ১৩ মার্চ ২০১৯ কেবিনে স্থানান্তর, নরম খাবার খাচ্ছেন কাদের
  9. ১০:০৫ এএম, ১০ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রম উন্নতি হচ্ছে
  10. ১১:০২ এএম, ০৯ মার্চ ২০১৯ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন ওবায়দুল কাদের
  11. ০৮:৪০ পিএম, ০৮ মার্চ ২০১৯ ইশারায় কথা বলছেন কাদের
  12. ০৪:০২ পিএম, ০৮ মার্চ ২০১৯ স্বাভাবিক হয়েছে কাদেরের রক্তচাপ
  13. ০১:৪২ পিএম, ০৭ মার্চ ২০১৯ হৃদযন্ত্র স্বাভাবিক হয়েছে কাদেরের, ইনফেকশনও নিয়ন্ত্রণে
  14. ০১:০৪ পিএম, ০৬ মার্চ ২০১৯ কাদেরের অবস্থার উন্নতি, সিঙ্গাপুরে ব্রিফিংয়ে জানালেন চিকিৎসক
  15. ১২:৫৮ পিএম, ০৬ মার্চ ২০১৯ দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন কাদের, আশা আ.লীগের
  16. ০৩:১৫ পিএম, ০৫ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের জন্য শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাত
  17. ০১:৪৮ পিএম, ০৫ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কয়েক দিনের মধ্যে
  18. ০১:১৩ পিএম, ০৫ মার্চ ২০১৯ কাদেরের অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে
  19. ১২:১৭ এএম, ০৫ মার্চ ২০১৯ ডা. ফিলিপের অধীনে ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের
  20. ১০:৩৪ পিএম, ০৪ মার্চ ২০১৯ একই অবস্থা মাউন্ট এলিজাবেথেও
  21. ০৯:১১ পিএম, ০৪ মার্চ ২০১৯ কাদেরের সুস্থতা কামনা জামায়াতের
  22. ০৮:১৭ পিএম, ০৪ মার্চ ২০১৯ সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের
  23. ০৮:০৫ পিএম, ০৪ মার্চ ২০১৯ শেখ হাসিনা সম্পর্কে যা বললেন দেবী শেঠী
  24. ০৭:১৪ পিএম, ০৪ মার্চ ২০১৯ নির্বাচনের আগেই হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন চিকিৎসকরা
  25. ০৬:২৬ পিএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইলেন তারকারা
  26. ০৪:৪৭ পিএম, ০৪ মার্চ ২০১৯ ৪টা ১২ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স
  27. ০৪:৪৫ পিএম, ০৪ মার্চ ২০১৯ আপনি ডাকলেই চলে আসব : প্রধানমন্ত্রীকে দেবী শেঠী
  28. ০৪:১৪ পিএম, ০৪ মার্চ ২০১৯ কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে গেলেন স্ত্রী ও এক অধ্যাপক
  29. ০৪:১১ পিএম, ০৪ মার্চ ২০১৯ সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
  30. ০৩:৫৯ পিএম, ০৪ মার্চ ২০১৯ ‘ইউর হাজব্যান্ড ইজ লাকি’
  31. ০৩:৪৮ পিএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের রোগমুক্তিতে দেশবাসীর দোয়া চেয়েছে মন্ত্রিসভা
  32. ০৩:২৮ পিএম, ০৪ মার্চ ২০১৯ বিমানবন্দরের পথে ওবায়দুল কাদের
  33. ০২:০২ পিএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি
  34. ০১:৩৭ পিএম, ০৪ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে বিএসএমএমইউতে দেবী শেঠী
  35. ০১:০৩ পিএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা রিজভীর
  36. ০১:০০ পিএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের আরোগ্য কামনা ও আমাদের সামাজিক প্রজ্ঞা
  37. ১২:৫৯ পিএম, ০৪ মার্চ ২০১৯ বিএসএমএমইউতে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক
  38. ১২:০৫ পিএম, ০৪ মার্চ ২০১৯ সিসিইউতে প্রবেশ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা!
  39. ১১:৫৪ এএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে : হানিফ
  40. ১০:১০ এএম, ০৪ মার্চ ২০১৯ হাসপাতালে সিঙ্গাপুরের ডাক্তাররা, বসছেন বোর্ড মিটিংয়ে
  41. ১০:০৮ এএম, ০৪ মার্চ ২০১৯ ফেসবুকে ছবিটি পোস্ট দিয়েছে কে?
  42. ০৯:৩১ এএম, ০৪ মার্চ ২০১৯ বিএসএমএমইউর সামনে নিরাপত্তা জোরদার
  43. ০১:২৯ এএম, ০৪ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন ইলিয়াস কাঞ্চন
  44. ১২:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৯ আইসিইউর দরজায় এসএসএফের পাহারা!
  45. ১২:২৭ এএম, ০৪ মার্চ ২০১৯ এয়ার অ্যাম্বুলেন্স থাকবে সকাল ১০টা পর্যন্ত
  46. ১১:৪০ পিএম, ০৩ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী
  47. ১১:২৩ পিএম, ০৩ মার্চ ২০১৯ জ্ঞান ফিরেছে ওবায়দুল কাদেরের
  48. ১১:১০ পিএম, ০৩ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরকে দেখতে গেলেন বিএনপি নেতারা
  49. ১০:০২ পিএম, ০৩ মার্চ ২০১৯ বিদেশে নেয়া সম্ভব নয়, জানালেন সিঙ্গাপুরের চিকিৎসকরা
  50. ০৯:১৯ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা
  51. ০৯:১৬ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে যাচ্ছেন ফখরুলরা
  52. ০৮:০৭ পিএম, ০৩ মার্চ ২০১৯ নিষেধ সত্ত্বেও ভিড় কমছে না হাসপাতালে
  53. ০৬:৩৭ পিএম, ০৩ মার্চ ২০১৯ প্রধানমন্ত্রী ডাকতেই চোখের পাতা নড়লো কাদেরের
  54. ০৬:৩৬ পিএম, ০৩ মার্চ ২০১৯ ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় মিলাদ
  55. ০৬:০৪ পিএম, ০৩ মার্চ ২০১৯ সাড়া দিচ্ছেন ওবায়দুল কাদের
  56. ০৫:০৬ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরকে হাসপাতালে দেখে এলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  57. ০৪:৩৪ পিএম, ০৩ মার্চ ২০১৯ হার্টে ব্লক নিয়েই জাতীয় নির্বাচনে ছুটে বেড়ান কাদের
  58. ০৪:৩২ পিএম, ০৩ মার্চ ২০১৯ ‘জীবনশঙ্কায়’ ওবায়দুল কাদের
  59. ০৪:২৬ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরের প্রতি সহানুভূতি প্রকাশে খোলা হয়েছে বই
  60. ০৪:২৫ পিএম, ০৩ মার্চ ২০১৯ হাসপাতালে ওবায়দুল কাদেরের পাশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  61. ০১:২৮ পিএম, ০৩ মার্চ ২০১৯ কিছুদিনের মধ্যেই কাজে ফিরবেন কাদের, আশা ইনুর
  62. ০১:২২ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে হাসপাতালে ভিড় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  63. ০১:০৫ পিএম, ০৩ মার্চ ২০১৯ কাদেরকে দেখতে হাসপাতালে শত শত মানুষের ভিড়
  64. ১২:৪০ পিএম, ০৩ মার্চ ২০১৯ একটু দেরি হলেই বাঁচানো যেত না কাদেরকে
  65. ১২:০২ পিএম, ০৩ মার্চ ২০১৯ ‘ওপেন হার্ট সার্জারির বিষয়টি ২৪ ঘণ্টা পর বলা যাবে’
  66. ১১:৫৮ এএম, ০৩ মার্চ ২০১৯ সিঙ্গাপুর নেয়া হবে ওবায়দুল কাদেরকে : তথ্যমন্ত্রী
  67. ১১:৪৮ এএম, ০৩ মার্চ ২০১৯ পরিস্থিতি এখনও সংকটাপন্ন : কার্ডিওলজির চেয়ারম্যান
  68. ১১:৩৯ এএম, ০৩ মার্চ ২০১৯ ওবায়দুল কা‌দে‌রের সার্বক্ষ‌ণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী
  69. ০৯:২৫ এএম, ০৩ মার্চ ২০১৯ হাসপাতালে ওবায়দুল কাদের

আরও পড়ুন