ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিচয় লবণ ব্যবসায়ী, শরীরে লুকানো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৩ মার্চ ২০১৯

চট্টগ্রামে ১০০ স্বর্ণবারসহ দুই ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন লাভু শাহা নিজেকে লবণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার শরীর তল্লাশি করে মিলেছে ১০০ স্বর্ণের বার। পুলিশ বলছে, গ্রেফতার লাভু আন্তর্জাতিক চোরাকারবারি দলের সদস্য।

আজ (রোববার) বেলা ১১টার দিকে নগরের কোতোয়ালী থানার সিআরবি সাতরাস্তার মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ওই ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

এ সময় গাড়িচালক মো. বিলাল হোসেন (২৮) ও লাভু শাহা ওরফে প্রলয় কুমার শাহাকে (৫৯) গ্রেফতার করা হয়।

লাভু শাহা নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ গ্রামের মৃত পরেশ চন্দ্র শাহার ছেলে এবং গাড়িচালক মো. বিলাল হোসেন শরীয়তপুর জেলার ডমুডা থানার হাশেম সওদাগরের ছেলে।

আজ বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন।

gold

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি সাতরাস্তার মোড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ির পেছনের সিটে বসে থাকা লাভু শাহার শরীর তল্লাশি করে ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, স্বর্ণের বারগুলো নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘গ্রেফতার লাভু শাহা ওরফে প্রলয় কুমার শাহা নিজেকে লবণ ব্যবসায়ী বলে পরিচয় দয়েছেন। তবে আমরা তার সে পরিচয়ে আস্থা রাখছি না। অধিকতর তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।’

লাবু শাহের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম বলেন, ‘চট্টগ্রাম নগরের কোনো একটি মাজারের গেট থেকে থেকে এক ব্যক্তি স্বর্ণের বারগুলো তাকে দিয়েছেন। তাদের দু’জনের কাজ ছিল বারগুলো নারায়ণগঞ্জ পৌঁছানো।’

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন জাগো নিউজকে বলেন, ‘উদ্ধার ১০০ স্বর্ণবারের প্রতিটির ওজন ১১৬ দশমিক ৬২ গ্রাম। সে হিসেবে মোট স্বর্ণবারের ওজন ১১ দশমিক ৬৬২ গ্রাম। বর্তমান বাজারে যার মূল্য ৪ কোটি ৪৫ লক্ষ টাকা।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণবারগুলোর প্রতিটি ২২ ক্যারটের এবং এর গায়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাম খোদাই করা আছে। যেহেতু বাংলাদেশে গোল্ড তৈরি হয় না, সেহেতু ধারণা করছি গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক চোরাকারবারি দলের সম্পর্ক রয়েছে।’

আবু আজাদ/এনএফ/পিআর

আরও পড়ুন