ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে বই পড়ে পুরস্কার পেল পাঁচ হাজার শিক্ষার্থী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ এএম, ০২ মার্চ ২০১৯

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে বই পড়ে চট্টগ্রামের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী পুরস্কার পেয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুই পর্বে নগরীর ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পাশাপাশি ‘বিশেষ পুরস্কার’ হিসেবে লটারির মাধ্যমে ছয়জন শিক্ষার্থী এবং চারজন অভিভাবককে দুই হাজার টাকার করে বই দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠানে বলেন, ‘মানুষ হলো দু’রকম। উচ্চতর মানুষ ও নিম্নতর মানুষ। আমরা উচ্চতর মানুষের আরেক নাম দিয়েছি আলোকিত মানুষ। আর আলোকিত মানুষ হতে হলে বেশি বেশি বই পড়তে হবে।

jagonews

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়বে। নিজেদের পেশাগত উন্নয়নের জন্য যেমন পাঠ্যবই পড়তে হবে তেমনি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।’

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগরের সংগঠক অধ্যাপক আলেক্স আলীম। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশু-সাহিত্যিক আলী ইমাম, গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশনস ফিরোজ উদ্দিন প্রমুখ।

এমবিআর

আরও পড়ুন