ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আতিকুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৯ পিএম, ০১ মার্চ ২০১৯

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএনসিসির উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই বছরের ১৪ জানুয়ারি নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দুটি আলাদা পিটিশনের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্টের বিচারপতিদের দ্বৈত বেঞ্চ। গত ১৬ জানুয়ারি আরেক আদেশে হাইকোর্ট জানান, ডিএনসিসির উপ-নির্বাচনে আর কোনো বাধা নেই। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এইউএ/এমবিআর

আরও পড়ুন