ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাথরুমের দরজার ছিটকিনিও আমলাতান্ত্রিকতার ফাঁদে!

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৮ আগস্ট ২০১৫

আমলাতান্ত্রিকতার ফাঁদে পড়েছে বাংলাদেশ শিশু একাডেমির বাথরুমের দরজার ছিটকিনি। একমাসেরও বেশী সময় ধরে একাডেমির যাদুঘর সংলগ্ন দুটি বাথরুমের একটির দরজার ছিটকিনি নষ্ট হয়ে পড়ে আছে।

একাডেমিতে সপ্তাহের প্রায় প্রতিদিন বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্লাসে অংশ নিতে শত শত শিশু ও তাদের অভিভাবকরা আসেন। সেখানে ছিটকিনিবিহীন বাথরুমে ঢুকে প্রায় বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেকেই।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক শুক্রবার জাগো নিউজের এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর বিভিন্ন দূর-দূরান্ত থেকে তারা শিশুদের শিশু একাডেমিতে ক্লাস করাতে নিয়ে আসেন। কিন্তু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে ঢুকেও বেরিয়ে আসতে বাধ্য হন।

তারা জানান, একটি বাথরুমের দরজার ছিটকিনি ভাল থাকলেও দীর্ঘ লাইন থাকায় তাদের কষ্ট হয়। কিন্তু নষ্ট বাথরুমের ছিটকিনিটির ব্যাপারে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জানালেও তাদের ভ্রুক্ষেপ নেই। এছাড়া বাথরুমের সামনের দুটি বেসিনের একটিতে কল নেই।

এ ব্যাপারে শিশু একাডেমির একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি অবশ্যই বিব্রতকর। কমপক্ষে ২০দিন আগেই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সরকারি কাজ বোঝেনই তো! যথাযথ কর্তৃপক্ষের ফাইলে অনুমোদন ছাড়া চাইলেও এটি মেরামত করতে পারা যায় না।

তবে খুব শিগগিরই এটি মেরামত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।

এমইউ/একে