ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেই বিমানটি এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ প্রয়োজনীয় মেরামত শেষে আবারও আকাশে উড়েছে। বুধবার রাতে উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সরওয়ার-ই-জামান।

তিনি জানান, উড্ডয়নের আগে বুধবার উড়োজাহাজটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ছিনতাইকারীর কবলে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী গতকাল রাত ৯টা ২০মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয়। এর আগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ টিম নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর উড়োজাহাজটিকে উড়ার উপযোগী ঘোষণা করে। পরে ছিনতাইয়ের চেষ্টা সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাজেশ বড়ুয়ার অনুমতি সাপেক্ষে উড়াল দেয় ময়ূরপঙ্খী।

প্রসঙ্গত, গত রোববার ১৪৮ জন আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ১৪৭ ফ্লাইটটি ছিনতাইচেষ্টার করে কথিত ছিনতাইকারী পলাশ মাহমুদ। যৌথ কমান্ডো অভিযানে ছিনতাইকারী পলাশ নিহত হলেও বিমানটির যাত্রীরা ছিলেন নিরাপদে। ইতোমধ্যে ওই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট মামলার আলামত হিসেবে বিমানটি জব্দ করলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জিম্মায় দিয়েছে।

আবু আজাদ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন