ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হকারদের পেটে লাথি মারবেন না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার ইউনিয়ন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে হকার নেতারা বলেন, গরিব হকারদের পেটে লাথি মারবেন না। হকাররা সবসময় বিভিন্ন মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছে। সারাদিন কষ্ট করে সামন্য টাকা ইনকাম করে পরিবার নিয়ে কষ্টে দিন কাটায়। এমন অবস্থায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করলে হকাররা ঘরে বসে থাকবে না।

তারা আরও বলেন, সরকার যদি ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের খরচ বহন করতে পারে, তাহলে হকারদের জন্য পুনর্বাসন করার ব্যবস্থাতো করতেই পারে। হকার উচ্ছেদের আগে তাদের দিকে তাকান। তাদের দুঃখ বোঝার চেষ্টা করুন। পুনর্বাসনের ব্যবস্থা করে এরপর তাদের উচ্ছেদ করুন। কেউ কিছু বলবে না। কিন্তু এই অবস্থায় তাদের পেটে লাথি মেরে উচ্ছেদ করবেন না।

হকার সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, হকার নেতা জহুরুল ইসলামসহ গুলিস্তান-পল্টন-মতিঝিল এলাকার প্রায় দেড় শতাধিক হকার।

এএস/জেএইচ/এমএস

আরও পড়ুন